পত্রিকা প্রতিনিধি: ভিন রাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এরাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা।বিশেষ করে গ্রামাঞ্চলে এই রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন।
প্রশাসনিক সূত্রে খবর, গত সপ্তাহে ঘরে ফিরেছেন বাংলার প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। আর তার পরেই উল্লেখযোগ্য ভাবে বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। এর আগে একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল বিহার, ওড়িশা, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডে, যেখান থেকে বেশি সংখ্যক শ্রমিক কর্মসূত্রে কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র ও পঞ্জাবের মতো ভিন রাজ্যগুলিতে রোজগারের কারণে পাড়ি দিয়েছেন।
এমতাবস্থায় ফের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের জয়কৃষ্ণপুর ও এগরা ১ ব্লকের চিরুলিয়া গ্রামে করোনা পজেটিভ পাওয়া গেল ২ জন পরিযায়ী শ্রমিকের শরীরে।জানা গিয়েছে,ওই দুজন পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন।কিন্তু লকডাউনের কারনে চলতি মাসে প্রথম সপ্তাহে তারা নিজের বাড়ি ফিরে আসেন।এরপর ৬ জুন পটাশপুরের ওই পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করে পটাশপুর গ্ৰামীন হাসপাতাল।অপরদিকে এগরার ওই পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল।তারপর বৃহস্পতিবার ওই ২জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় স্বাস্থ্য দপ্তর।এরপর সরকারি নির্দেশিকা মেনে ওই ২জন ব্যক্তিকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতালে পাঠানো হয়।