Home » মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল ভিড় সামলাতে তৎপর পুলিশ কর্তারা, খতিয়ে দেখছেন সবকিছু

মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল ভিড় সামলাতে তৎপর পুলিশ কর্তারা, খতিয়ে দেখছেন সবকিছু

by Biplabi Sabyasachi
0 comments

Police are busy to handle the crowd

আরও পড়ুন ঃ-মহিষাদলে বিয়ের পরেই নব-দম্পতির সোয়াব টেস্ট করোনা শিবিরে

পত্রিকা প্রতিনিধি: ৭ ডিসেম্বর শহরে মুখ্যমন্ত্রীর জনসভায় প্রচুর ভীড় হবে ধরে নিয়েই তৎপর সংশ্লিষ্ট সব মহল। ভীড় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে দফায় দফায় মিটিং করছেন পুলিশকর্তারা শহরের মধ্যস্থল কলেজ মাঠে সভা হবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে বা চারচাকায় করে সমর্থকেরা আসবেন।

মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল ভিড় সামলাতে তৎপর পুলিশ কর্তারা

শহরে ঢোকার চারটি রাস্তা থেকে আগত সমর্থকদের গাড়ি চার পাঁচটি মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে খড়গপুরের দিক থেকে আসা যানবাহনগুলোকে ধর্মা মোড়ের আগেই মাঠে রাখা হবে। শালবনের দিক থেকে আসা গাড়িগুলো রাখা হবে জেলখানার মাঠে,তেঁতুলতলা, জামবাগান মাঠ এলাকায়। কেশপুরের দিক থেকে যানবাহনগুলি রাখা হবে ধর্মার মাঠে। বুড়োবুড়ি পাঁচ দিক থেকে আসা যানবাহনগুলো রাখা হবে বিড়লার মাঠে এবং গোপ গড়ের মাঠে সেইসব এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশকর্তারা মুখ্যমন্ত্রীর সভায় বিপুল ভিড় হবে এবং সেই ভিড়ে যাতে শহরে যানজট না হয় সেদিকে তৎপর হয়েছে পুলিশ ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police are busy to handle the crowd

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.