0
পত্রিকা প্রতিনিধিঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত এক বানরকে উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করে বনদফরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শহরের চিড়িমারসাই এর নন্দীপুকুর পাড়ে শনিবার বিদ্যুৎ স্পৃষ্ট হয় একটি বানর। বানরটি প্রথমে অচৈতন্য হয় পড়ে যায়। স্থানীয় বাসিন্দা সলিল মণ্ডল, জয়দীপ নন্দীরা বানরটিকে শুশ্রূষা করেন। বানরটি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার লেজে ক্ষতের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাই বনদফতরে খবর দেন। বনকর্মীরা এসে অসুস্থ বানরটিকে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।