পত্রিকা প্রতিনিধি: সমুদ্রে জলে তলিয়ে গেলো পাঁচটি বোল্ডার বোঝায় ডাম্পার।বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা সুমদ্র সৈকতে প্রবল নিম্নচাপের জেরে ওল্ড দীঘার প্রথম ঘাটে বেশ কিছু জায়গায় খাত সৃষ্টি হয়।ফলে জলোচ্ছ্বাসের কারণে পার্শ্ববর্তী এলাকা পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। তাই প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত খাত জায়গাগুলিকে বোল্ডার দিয়ে মেরামত করার জন্য পাঁচটি বোল্ডার বোঝায় ডাম্পার বালেশ্বর থেকে দিঘায় আসে।এরপর নিন্মচাপের কারণে হটাৎ ওন্ড দিঘা সমুদ্রে জোয়ার এসে যাওয়ায় পাঁচটি ডাম্পার নিমেষের মধ্যে হঠাৎই সমুদ্রের জলে তলিয়ে যায়। এই ঘটনা বুঝতে পেরে ডাম্পার গাড়ির চালকরা গাড়ি থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে রক্ষা পান।তবে এই ঘটনার খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্রেনের ও জেসিবির সাহায্যে পাঁচটি ডাম্পারকে উদ্ধার করার কাজে হাত লাগায়। digha bengali news, digha bengali news, purba medinipur news, latest bengali news, biplabi sabyasachi news, bengal news
আরো পড়ুন- শেষ রক্ষা হল না, করোনা হাসপাতালে মৃত্যু হল মেদিনীপুরের এক শিক্ষকের
আরও পড়ুন- আজকের পত্রিকা- ৩ সেপ্টেম্বর ২০২০, বাং- ১৭ ভাদ্র ১৪২৭
আরো পড়ুন- পাঁশকুড়ায় বৃহন্নলার পরিচর্যায় ৮ বছর পর সন্তান লাভ দম্পতির
এবিষয়ে ডাম্পার চালকরা বলেন, দীঘার সমুদ্রের খাত মেরামতি করার জন্য বালেশ্বর থেকে ৫ টি ডাম্পারে বোল্ডার বোঝাই করে দিঘায় নিয়ে আসা। এরপর দীঘা সমুদ্রে বোল্ডার নামানোর সময় হঠাৎই গাড়ির চাকা গুলি বসে। এরপর সমুদ্রে জোয়ার শুরু হতেই পাঁচটি ডাম্পার হঠাৎই সমুদ্রের জলে তলিয়ে যায়।
আরও পড়ুন- আজকের রাশিফল
তবে কাজ চলাকালীন কিভাবে নিমেষের মধ্যে ৫টি ডাম্পার সমুদ্রে তলিয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে দিঘা মোহনা থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi