Home » শিক্ষায় কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরী

শিক্ষায় কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরী

by Biplabi Sabyasachi
0 comments

৩৩ তম বর্ষ, ৩১ সংখ্যা, ৩ সেপ্টেম্বর ২০২০, ১৭ ভাদ্র ১৪২৭

কেন যে শিক্ষার মত বিষয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির সংঘাত বাধে তা করোরই বোধগম্য নয়। কেন্দ্রে যাঁরা রয়েছেন তাঁরা যেমন ছাত্র সমাজের ভালো চান, তেমনই রাজ্যে রাজ্যে যাঁরা ক্ষমতায় রয়েছে তাঁরাও ভাল চান সমস্ত ছাত্রছাত্রীদের। শিক্ষা এমনই এক স্পর্শকাতর বিষয় যে, এই নিয়ে কখনও উভয় সরকারের মধ্যে মতের ভিন্নতা, তিক্ততা, বিতর্ক কাম্য হতে পারে না। এই জন্যই হয়ত সংবিধানের রূপকাররা শিক্ষাকে সংবিধানের যৌথ তালিকাভূক্ত করেছেন। কিন্তু বাস্তব ঘটনা যা ঘটে চলেছে তা সুশিক্ষার অস্তিত্বের পক্ষে খুবই ক্ষতিকারক সন্দেহ নেই। এখন তো বিভিন্ন ক্ষেত্রেই কেন্দ্র-রাজ্য সংঘাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিট এবং জেইই পরীক্ষা নিয়েও কেন্দ্রের সঙ্গে বিভিন্ন রাজ্যের সংঘাত চরম আকার নিয়েছে। কারণ হল সাম্প্রতিক কোভিড পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সহ ছ’টি রাজ্যের বক্তব্য কন্দ্র সেপ্টেম্বরে নিট ও জেইই পরীক্ষা ধার্য করলেও বর্তমান অতিমারির আবহে তা নেওয়া সম্ভব নয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। এই নিয়েই কেন্দ্র-রাজ্য সংঘাত এখন চরমে। কেন্দ্রের সাফ কথা করোনার কারণে এই পরীক্ষা নেওয়া অসুবিধাজনক হলেও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এর মধ্যে পরীক্ষা নিতে হবে রাজ্যগুলিকে। এমনকী খোদ শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়ে দিয়েছে, এভাবে কোনও পড়ুয়ার গোটা বছর নষ্ট করা যেতে পারে না। এতদসত্বেও রাজ্যগুলি বেঁকে বসে থাকায় ছাত্রছাত্রীরা একপ্রকার অনিশ্চিত অবস্থায় পড়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন সন্দেহ নেই । ছটি রাজ্য নাকি সুপ্রীম কোর্টে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। এখন ফের সুপ্রীম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই। যদিও ১ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শুধু এক্ষেত্রেই নয়, বিশ্ববিদ্যাওয়ের ও কলেজের ফাইনাল পরীক্ষা নেওয়ার ইউ জি সি-র ফরমান নিয়েও সুপ্রীম কোর্টে মামলা দায়ের করা হলে শীর্ষ আদালত সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার পক্ষেই স্পষ্ট রায় দিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্য সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যরক্ষার কথা চিন্তা করে ফাইনাল পরীক্ষা নেওয়ার সমস্যার কথা চিন্তা করে ইত্মধ্যে স্নাতকস্তরে পুর্ব বছরের ও চলতি বছরের অন্তর্মূল্যায়নের ভিত্তিতে ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে। এখন শীর্ষ আদালতের রায়ে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। সুতরাং শিক্ষার মতো ইস্যুতেও কেন্দ্র-রাজ্য সংঘাত এখন সাধারণ বিষয়। যা আদৌ কাম্য নয়।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.