পত্রিকা প্রতিনিধি : শালবনী ব্লকের বারমেসা গ্রামের কিছু অংশ রবিবার বিকেল থেকে কনটেইনমেন্ট জোন করা হল। উল্লেখ্য যে, এই গ্রামের একজন গৃহবধূ (২৫), যিনি শালবনী করোনা হাসপাতালের একজন সাফাইকর্মী হিসেবে কর্মরতা, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার রাতে। বর্তমানে, তাঁকে শালবনী হাসপাতালেই ভর্তি করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় পুলিশ প্রশাসন ওই গৃহবধূর শ্বশুরবাড়ি ও সংলগ্ন কিছু এলাকা কনটেইনমেন্ট করে দিয়েছে রবিবার। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা হাসপাতালে কর্মরতা ওই মহিলা কর্মী বেশিরভাগ দিন, হাসপাতালের নির্ধারিত আবাসনে থাকলেও, মাঝে-মধ্যে ছুটি নিয়ে বাড়িতে আসতেন। বাড়িতে, স্বামী-সন্তান ছাড়াও আরো কয়েকজন পরিজন থাকেন। তাই, পিড়াকাটা পুলিশ পোস্টের পক্ষ থেকে এলাকাবাসীর সুরক্ষার কথা ভেবে, কনটেইনমেন্ট করা হয়েছে আক্রান্তের বাড়ি ও সংলগ্ন কিছু অংশ।
2