0
পত্রিকা প্রতিনিধি: দুধরের স্বাদ ঘোলে মেটাতে এক্স-রে প্লেটেই সূর্য গ্রহণ দেখার হিড়িক চন্দ্রকোনায়।প্রতিক্ষার অবসান ঘটিয়ে রবিবার নির্ধারিত সময়ে শুরু হয় সূর্য গ্রহণ।চন্দ্রকোনা শহরে সূর্য গ্রহণ দেখার হিড়িক পড়ে যায় বেশকিছু জায়গায়।সেরকমই চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকায় বেশকিছু যুবককে দেখা যায় হাতে এক্স-রে প্লেট নিয়ে আকাশের দিকে তাকিয়ে গ্রহন দেখার চেষ্টা করতে।এদিন সকাল থেকে আবহাওয়া মেঘলা তারমাঝেই সূর্যের আনাগোনায় হাতে এক্স-রে প্লেট নিয়ে গ্রহন দেখতে হুড়োহুড়ি উৎসাহী যুবকদের।এক্স-রে প্লেটেই কিছুটা হলেও আংশিক গ্রহন দেখতে পাওয়া গেছে বলে দাবি উৎসাহী যুবকদের।এক্স-রে প্লেটে রিং ফায়ার পুরোপুরি দেখা না গেলেও অর্ধ চাঁদের আকার ধারন করে আলো আঁধারের পরিবেশে সূর্য গ্রহণে গা ভাঁসালো চন্দ্রকোনাও।