পত্রিকা প্রতিনিধিঃ আদিবাসী কুড়মি সমাজ এর পক্ষ থেকে সদস্যরা শনিবার প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সৌজন্যমূলক এক বৈঠকে মিলিত হন। প্রায় আধঘন্টার এই সৌজন্যমূলক এক বৈঠকে সৌজন্যমূলক সাক্ষাৎকারে সৌজন্য বিনিময় ছাড়াও জাতির বিভিন্ন দাবিদাওয়া, আন্দোলন, সাংবিধানিক বৈধতা প্রভৃতি বিষয়ে প্রণববাবুর সাথে আলোচনাকরেন নেতৃত্বরা।
তিনরাজ্যের(বাংলা,ঝাড়খন্ড ও ওড়িষ্যা) অর্থাৎ ছোটোনাগপুর টোটৈমিক কুড়মী সমাজের এক বিশেষ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ আদিবাসী কুড়মী সমাজের মূলমানতা অজিত প্রসাদ মাহাতোর নির্দেশানুসারে আদিবাসী কুড়মী সমাজ, পশ্চিম বঙ্গ রাজ্যকমিটির সম্পাদক রাজেশ মাহাতোর নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রনব মুখার্জির সঙ্গে সৌজন্যমূলক এক বৈঠকে মিলিত হয়। কুড়মী জাতিকে পুনরায় এস.টি.তালিকা ভুক্ত করার দাবিতে যে আন্দোলন তার সাংবিধানিক যৌক্তিকতা রয়েছে, বিষয়টি তিনি গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং যথাযথ ভাবে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আর্কষন করবেন বলে প্রতিনিধি দের আশ্বস্ত করেন। প্রায় আধঘন্টার এই সৌজন্যমূলক সাক্ষাৎ কারে সৌজন্য বিনিময় পূর্ব্বক ইতিবাচক আলোচনা হয়। রাষ্ট্রপতি র হাতে হলুদ রঙের(জয়গরাম) পুষ্পস্তবক তুলে দেন দিল্লি কুড়মী সমাজের সম্পাদক অমিত মাহাত, আদিবাসী কুড়মী সমাজের দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন রাজেশ মাহাত, রাজ্যসম্পাদক, পশ্চিমবঙ্গ, আদিবাসী কুড়মী সমাজ। উল্লেখ থাকে, ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কারের জন্য আদিবাসী কুড়মী সমাজের মূলমানতা মাননীয় অজিতপ্রসাদ মাহাতোর নির্দেশে , রাজ্যকমিটির পক্ষ থেকে ইতিমধ্যে আবেদন করা হয়েছে, আবেদন অবিলম্বে মঞ্জুরের পথে । বিষয়টি তত্বাবধানে র জন্য রাজ্য কমিটির সম্পাদক রাজেশ মাহাত বর্তমানে দিল্লীতে। কুড়মী সমাজ এই সাক্ষাৎকারের বিষয়ে আশাবাদী । ধন্যবাদ। শুভরাত্রি। -রাজেশ মাহাত, সম্পাদক, আদিবাসী কুড়মী সমাজ, প:ব: